Death Announcement

শোকসভা - বৃহত্তর চট্রগ্রাম সমিতির অস্ট্রেলিয়ার উপদেষ্টা, সিডনি প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম হারুনুর রশিদের রুহের মাগফেরাত কামনায় বৃহত্তর চট্রগ্রাম সমিতি অস্ট্রেলিয়ার রকডেল মসজিদে গত ১৬ই জুন রবিবার বাদ মাগরিব এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় l অনুষ্ঠানে মরহুমের জীবনের বিভিন্ন দিক আলোচনা করা হয় এবং মরহুমের আত্নার মাগফেরাত কমনা করে আল্লাহর দরবারে দোয়া দরূদ পড়ে মোনাজাত করা হয় l মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি দিদারুল আলম চৌধুরী l অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সৈয়দ শাহ আলম, উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আবুল মিন্টু, মরহুমের ছেলে মিরাজ, সংগঠনের সহ সভাপতি জনাব এম এ মনসুর সহ সংগঠনের অর্ধশতাদিক সদস্য ll

Previous Next